মৃতদের শান্তি কামনায় অনলাইনে কনসার্ট!

বিভিন্ন সময় দেশ-বিদেশে নানান কারণে কনসার্টের আয়োজন করা হয়ে থাকে। কোনো কনসার্ট যুদ্ধচলা দেশের সাহায্য চেয়ে করা হয়। কোনোটি আবারা মুমূর্ষু রোগীকে বাঁচাতে। এবার মৃত ব্যক্তিদের জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে।



রয়টার্সর প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ঐতিহ্যবাহী কনসার্ট গেটাই আয়োজন করা হয় মৃতদের উদ্দেশ্যে। করোনার কারণে এবার অনলাইনে হচ্ছে এই কনসার্ট।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, চীনা চন্দ্র বর্ষের সপ্তম মাসে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে। তাদের বিনোদনের উদ্দেশ্যেই এই আয়োজন হয়ে আসছে সিঙ্গাপুরে। মৃতদের জন্য হলেও সাধারণত কয়েক হাজার জীবিত দর্শকের সামনেই গান করেন শিল্পীরা।

কিন্তু এবার প্রেক্ষাপটটি ভিন্ন হওয়ায় খোলা স্থানের বদলে আয়োজনটি হচ্ছে বদ্ধ স্টুডিওতে। আর দর্শকদের জন্য ক্যামেরার মাধ্যমে অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে।