নতুন মি ব্যান্ড এক চার্জে চলবে ১৪ দিন



নতুন মি স্মার্ট ব্যান্ড এনেছে শাওমি। মডেল মি স্মার্ট ব্যান্ড ৫। এই ব্যান্ডটির বিশেষত্ব হচ্ছে, এটি এক চার্জে ১৪ দিন চলবে। ডিভাইসটি ওয়াটার রেজিস্ট্যান্ট।

এই স্মার্ট ব্যান্ডে রয়েছে ১.১ ইঞ্চি কালার ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে পিপিজি সেন্সরের সুবিধা। ফলে হার্ট রেটের উপর সহজেই নজর রাখা সম্ভব হবে। এ ছাড়াও এতে রয়েছে স্লিপ মনিটর করার সুবিধা। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আগাম জানা যাবে এই স্মার্ট ব্যান্ডের সাহায্যে। এই স্মার্ট ব্যান্ডে রয়েছে মাইক্রোফোন-সহ একাধিক আকর্ষণীয় সুবিধা।

একাধিক আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্ট ব্যান্ড। ভারতের বাজারে এই ব্যান্ডের দাম হতে পারে ২,০০০ রুপির কাছাকাছি।