কলকাতায় করোনার আক্রমণ বেড়েই চলছে

৩ মে তৃতীয় দফার লকডাউন শুরু হওয়ার পর কলকাতার মানুষ আশা করেছিল, করোনার ছোবল থেকে অনেকটাই রক্ষা পাবে কলকাতা। তেমনটা তো হয়ইনি, বরং দিনে দিনে কলকাতায় করোনা তার থাবা চওড়া করে চলেছে। বেড়েছে আক্রান্তের সংখ্যা এবং সংক্রমণ এলাকা। এখন কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে কলকাতা।