ইংল্যান্ডে চালু হচ্ছে করোনা ‘অ্যালার্ট’

করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে জনগণকে সর্তক করতে ইংল্যান্ডে ‘অ্যালার্ট’ পদ্ধতি চালু হচ্ছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের এ পদ্ধতিটি চালুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। দেশটির লকডাউন পরিস্থিতির সবশেষ অবস্থা টেলিভিশনে প্রচারিত ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রীর তুলে ধরার কথা রয়েছে আজ।
আজ বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস–সংক্রান্ত উপাত্তের ভিত্তিতে নতুন অ্যালার্ট বা সতর্কতা পদ্ধতিতে ১ থেকে ৫ পর্যন্ত মাত্রা নির্ধারণ করা থাকবে। আর এখানে ঝুঁকি কোন পর্যায়ে আছে, তা জনগণকে জানানো হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাষণ থেকে করোনাভাইরাস সতর্কতায় নতুন স্লোগান ‘স্টে অ্যালার্ট, কন্ট্রোল দ্য ভাইরাস, সেভস লাইভস’ (সতর্ক থাকুন, ভাইরাস নিয়ন্ত্রণে রাখুন, জীবন বাঁচান) আসতে পারে।