গণমাধ্যম কর্মীদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

মহামারী করোনাভাইরাসে কঠিন সময় মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। আজ রবিবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে নির্মিত ২০১৩ শয্যার অস্থায়ী হাসপাতালে গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে গ্রুপের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে কমপক্ষে ১০০টি বেড গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা রাখতে। যাতে গণমাধ্যম কর্মীরা এখানে করোনার চিকিৎসা সেবা পান। 
এছাড়া সায়েম সোবহান আনভীর আরও বলেন, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের কোনো সাংবাদিক করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসায় যা করা প্রয়োজন তা করা হবে।
আজ রবিবার ইস্টওয়েস্ট মিডিয়ার সব সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান। 
সংবাদঃ বিডি-প্রতিদিন/শফিক