এবার হোয়াইট হাউসে ঢুকে গেল করোনা

মার্কিন প্রেসিডেন্টের আবাসন ও দপ্তর হোয়াইট হাউসে এবার করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউসের দুজন কর্মীর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ব্যক্তিগত সহকারীর শরীরে ৮ মে করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে সংক্রমিত কোনো ব্যক্তির সংযোগ ঘটেনি। এর পর হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। কেটি মিলার হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। এ নিয়ে হোয়াইট হাউসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।