সাভারে বাড়িতে আইসোলেশনে থাকা সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ওই ব্যক্তির মেয়ে বলেন, তাঁর বাবা উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে ভুগছিলেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর পুনরায় তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বরের তীব্রতা বেড়ে গেলে রাত আটটার দিকে বাসাতেই তিনি মারা যান।
সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, দ্বিতীয়বারের পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ পাওয়া যায়। দু–এক দিনের মধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে তৃতীয়বার করোনা পরীক্ষা করার কথা ছিল।