২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮৭ জন শনাক্ত, মৃত ১৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। গতকাল মারা গিয়েছিলেন আটজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২২৮ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৮৮৭ জন। গতকাল শনিবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা ছিল ৬৩৬। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৪ হাজার ৬৫৭ জন শনাক্ত হলেন।