দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আটজন। যাঁরা মারা গেছেন সবাই পুরুষ। গতকাল মারা গিয়েছিলেন সাতজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২১৪ জন।
গতকালের তুলনায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। আর গতকাল সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ৭০৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৩ হাজার ৭৭০ জন শনাক্ত হলেন।