ঘূর্ণিঝড় ফনির প্রভাব কেটে যাওয়ার একদিনের মাথায় গতকাল সোমবার দাবদাহ শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীসহ দেশের আরও কয়েকটি স্থানে শুরু হয়েছে দাবদাহ।আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে, এই দাবদাহ অব্যাহত থাকতে পারে আরও তিন থেকে চার দিন পর্যন্ত।
গতকাল রাজশাহী ও খুলনা বিভাগ এবং টাঙ্গাইল, নীলফামারী, দিনাজপুরে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
এপ্রিল ও মে হচ্ছে বছরের সবচেয়ে উষ্ণতম মাস। সাধারণত এই সময়ে একটি ঘূর্ণিঝড় ও একাধিক নিম্নচাপ তৈরি হয়ে থাকে।
আগামী কয়েক দিনের আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী ও খুলনা বিভাগ এবং দেশের মধ্যাঞ্চলে দাবদাহ শুরু হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন এই দাবদাহ চলতে পারে। এই দাবদাহ দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, এ মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি কালবৈশাখী এবং অন্যান্য স্থানে চার থেকে