ওয়াসার পানি দিয়ে বানানো শরবত সেই এমডিকে খাওয়ানোর উদ্যোগ!
১০:৪৯:০০ PM
ওয়াসার পানি শতভাগ সুপেয় দাবি করা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ
খানকে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে ওয়াসার এমডিকে খাওয়ানোর উদ্যোগ নিচ্ছেন জুরাইনের এক যুবক।এ বিষয়ে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। শনিবার (২০ এপ্রিল) রাতে তার ওই স্ট্যাটাসে বলেন, ‘ওয়াসার এমডির জন্য জুরাইনের ওয়াসার পানি দিয়ে লেবুর শরবত বানাইয়া ওনার অফিসে ওনার অফিসে যাওয়ার প্রস্তাব রাখছি জুরাইনবাসীর কাছে....
স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়াসার পানি শতভাগ সুপেয়’ -এমডি, ঢাকা ওয়াসা। এই কথার ন্যূনতম প্রতিক্রিয়া স্বরূপ ঢাকার প্রতিটা পাড়া মহল্লায় আওয়াজ উঠুক।